পার্বত্য চট্টগ্রামসহ দেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরু বান্দরবানের বুদ্ধ ধাতু জাদি মন্দির (স্বর্ণ মন্দির) প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রীমৎ উ পঞঞ জোত মহাথের (উ চ হ্লা ভান্তে) প্রয়াত হয়েছেন।
আজ সোমবার (১৩ এপ্রিল ২০২০) সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মীয় গুরু। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হলে গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে শ্রদ্ধেয় উচহ্লা ভান্তেকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তাঁর অবস্থার আরো অবনতি হলে পরে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ৭২ ঘন্টা পর্যবেক্ষণের পর আজ (সোমবার) সকালে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাঁর লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শুক্রবার তাঁকে লাইফ সাপোর্টে নেয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উ চ হ্লা ভান্তে মারা গেছেন–এমন খবর প্রচার হতে থাকে। দু’য়েকটি বৌদ্ধধর্মীয় অনলাইন পোর্টালও এ নিয়ে খবর প্রকাশ করে। যদিও তাঁর একনিষ্ট ভক্তরা এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
শ্রদ্ধেয় উচহ্লা ভান্তে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বৌদ্ধ সমাজে একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন উচ্চ শিক্ষিত ও প্রজ্ঞাবান। ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন গুরুভান্তে নামে।
তাঁর মৃত্যুতে বৌদ্ধ সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই মৃত্যু বৌদ্ধ সমাজের মধ্যে অপূরণীয় ক্ষতি হলো।
তার মৃত্যুতে সিএইচটি নিউজ বাংলা এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।