ওয়ার সিমেট্রি থেকে ১৯ দেহাবশেষ নিয়ে যাবে জাপান

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী চট্টগ্রাম ওয়ার সিমেট্রি প্রতিষ্ঠা করে। চট্টগ্রামের ওয়ার সিমেট্রিতে ১৯ জন জাপানি সেনার দেহাবশেষ আছে। জাপানি সৈন্যদের সেই দেহাবশেষ ফিরিয়ে নিতে চায় টোকিও।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ৪৩ জন জাপানি সেনাদের দেহাবশেষ ফিরিয়ে নিতে চায় টোকিও। এ জন্য কবর খনন করে যাচাই-বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার জাপানি প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য জাপানের একটি বিশেষজ্ঞ দল ১৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সোমবার (১১ নভেম্বর) এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের এক কর্মকর্তা  জানান, কুমিল্লার ময়নামতিতে অবস্থিত বিদেশি সেনাদের কবরস্থানে শায়িত ২৪ জনের দেহাবশেষ প্রথম অবস্থায় খনন করে উদ্ধার করা হবে। পরবর্তীকালে  চট্টগ্রামের ওয়ার সিমেট্রিতে ১৯ জন জাপানি সেনার দেহাবশেষ উদ্ধার করা হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রথমে কবর থেকে দেহাবশেষ সংগ্রহ করে জাপানি দূতাবাসে রাখা হবে। সেখান থেকে স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর তাদের দেহাবশেষ জাপানে ফিরিয়ে নেওয়া হবে।’

জাপানের ওয়ার রিকোভারি অ্যান্ড রিপ্যাটরিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটি অ্যাসোসিয়েশন গোটা বিষয়টির তত্ত্বাবধান করছে। তাদের ৭ জনের একটি বিশেষজ্ঞ দল বুধবার (১৩ নভেম্বর) থেকে কাজ শুরু করবে বলে তিনি জানান।

সূত্র: ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *