হিল উইমেন্স ফেডারেশন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সতর্ক করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক।। অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ব্যানার নিউজ নামে এক নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাতকারে ‘কল্পনা চাকমা অপহরণ’ নিয়ে মিথ্যাচার করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাকে সতর্ক করে দিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

আজ বৃহস্পতিবার (৯ জুন ২০২২) সংবাদ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে হিল উইমেন্স ফেডারেশন-এর কেন্দ্রীয় সভানেত্রী নিরূপা চাকমা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা নীতিশোভা চাকমা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যাচার আখ্যায়িত করেন এবং তাকে তথ্যের বিকৃতি ঘটিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করে দিয়েছেন। 

এখানে উল্লেখ্য যে, ১৯৯৪ সালে নয়, কল্পনা চাকমা অপহৃত হয়েছিলেন ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিতেই। কল্পনা চাকমার গ্রাম নিউ লাল্ল্যাঘোনার সন্নিকটে কজইছড়ি ক্যাম্পের লেফটেন্যান্ট ফেরদৌস গংদের হাতে তিনি অপহৃত হন। চাঞ্চল্যকর ঘটনাটি দেশে ও বিদেশে ব্যাপক প্রতিবাদের ঝড় তোলে। জাতিসংঘ কর্তৃক প্রণীত এ বছর বাংলাদেশের ৮০ জন গুমের তালিকায় কল্পনা চাকমারও নামও অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হচ্ছে।

চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস গংদের সাজা না হওয়ায় দিনটি ঘনিয়ে এলে এখনও প্রতিবাদ বিক্ষোভ হয়। এ বছরও পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার এইচডব্লিউএফ পোস্টার প্রকাশসহ পার্বত্য চট্টগ্রামের কয়েকটি স্থানে সমাবেশ করবে বলে সংগঠনটির সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *