নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. আল আমিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার গাবতলি এলাকার মূল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মরদেহের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে আল আমিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মারা গেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।