রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণকারীদের বিচার দাবিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণকারী লে. ফেরদৌস গংদের প্রকাশ্যে গণআদালতে বিচারের দাবিতে আলোচনা সভা করেছে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা শাখা।

আজ ১১ জুন ২০২২, শনিবার সকাল ১০টায় কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষ্যে এ রাঙামাটি সদর উপজেলার কদুকছড়ি এলাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি রিমি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংগঠক পাযার্স চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামে উপজেলা শাখার তথ্য প্রচার সম্পাদক রবিসুন্দর চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নবীন চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সদস্য সাগরিকা চাকমা।

সভা শুরুতে এ যাবতকালে অধিকার আদায়ের লক্ষ্যে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭ ঘন্টা আগে বাঘাইছড়ি উপজেলার কজইছড়ি সেনা ক্যাম্পের তৎকালীন ক্যাম্প কমাণ্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে রাতের আঁধারে কল্পনা চাকমাকে অপরহণ করা হয়। দীর্ঘ ২৬ বছরেও চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীদের আইনের আওতায় আনা হয়নি। আমরাও আমাদের নেত্রী তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমার এখনো হদিস পাইনি। মামলার শুনানির নামে চলছে একের পর এক প্রহসন।

বক্তারা আরো বলেন, কল্পনা চাকমা অপহরণের বিচার ও চিহ্নিত অপহরণকারীদের শাস্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। বিলাইছড়িতে দুই মারমা বোনকে সেনা সদস্য কর্তৃক ধর্ষণ-যৌন নিপীড়নসহ এ যাবত অসংখ্য ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনারও কোন বিচার আমরা পাইনি। উল্টো বিলাইছড়ি ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাণী ইয়েন ইয়েনকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এই বিচারহীনতার কারণে নারী নির্যাতন বৃদ্ধির ফলে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের ঘরে-বাইরে সকল স্থানে চরম অনিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে।

বক্তারা শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠি নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে নানা চক্রান্ত জারি রেখেছে। আজ শনিবার ভোরে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালায় সন্তু লারমার জেএসএস-কে লেলিয়ে দিয়ে ইউপিডিএফ নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। যার মাধ্যমে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে, উন্নযনের নামে ভুমি বেদখল-উচ্ছেদ, অন্যায় দমন-পীড়ন, জেল-জুলুম, হয়রানি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি নান্যাচরের চিরঞ্জত কার্বারী পাডায় ভুমি বেদখল চেষ্টার অভিযোগ করেন বক্তারা।

সভা থেকে বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে, ফেরদৌস ও তার সহযোগীদের গ্রেফতাপূর্বক প্রকাশ্যে গণআদালতে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা ভূমি বেদখল, অন্যায় নিপীড়ন-নির্যাতন বন্ধেরও দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *