নিজস্ব প্রতিনিধি।। মানিকছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টা ও হামলা করে জখম করার ঘটনায় জড়িত মো. নূর হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি(), গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রামগড় উপজেলা শাখা।আজ সোমবার (১১ জুলাই ২০২২) সকাল ৯টায় রামগড় উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ রামগড় ইউনিটের সমন্ধয়ক হ্লাচিং মারসা, পিসিপি’র রামগড় উপজেলা সভাপতি নয়ন চাকমা, নারি সংঘের সদস্য গুলোমনী চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলার সাধারণ সম্পাদক কিরণ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা মানিকছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা ও হামলা করে লাঠির আঘাতে মারাত্মক জখম করার ঘটনায় জড়িত মো. নূর হোসেনকে পুলিশ এখনো গ্রফতার না করায় উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, প্রশাসনের উদাসীনতা কারণে অপরাধী দুর্বৃত্তরা বার বার নারী ধর্ষণ- নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে। যার কারণে পাহাড়ি নারীদের কোথাও আজ নিরাপত্তা নেই।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মো. নূর হোসেনকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।