মানিকছড়িতে ইউপিডিএফ নেতা শহীদ রুইখই মারমার ১৩তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা শহীদ রুইখই মারমার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার (২ অক্টোবর ২০২২) সকাল ১০টায় ইউপিডিএফ মানিকছড়ি ইউনটের উদ্যোগে রুইখই মারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকছড়ির তবলা পাড়া এলাকায় ছাত্র, যুবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভা শুরুতে শহীদ রুইখই মারমাসহ এ যাবত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মানিকছড়ি ইউনিটের সংগঠক ক্যহ্লাচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের বৃহত্তর বাটনাতলী ইউনিয়ন শাখার সভাপতি অংথোয়াই মারমা, আগা ওয়াকছড়ি গ্রামের কার্বারী সুইজাই মারমা, পূর্ব নতুন পাড়ার কার্বারী মংসাথুই মারমা ও এলাকার প্রতিনিধি ক্রিঅং মারমা প্রমুখ।

বক্তারা বলেন, রুইখই মারমা একজন দক্ষ নেতা ছিলেন। তিনি মানিকছড়ি, রামগড়, গুইমারা ও লক্ষ্মীছড়ি এলাকায় ভূমি বেদখলের বিরুদ্ধে অতন্ত্র প্রহীরর ভূমিকা পালন করে প্রতিরোধ আন্দোলন সংগঠিত করেছেন। শুধু তাই নয়, তিনি শাসকগোষ্ঠির সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন।

ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া এই নেতা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। শান্তিবাহিনীর গৃহযুদ্ধ অবসানের পর রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলেও ইউপিডিএফ গঠন হলে সংগ্রামী এই নেতা ঘরে বসে থাকতে পারেননি। তিনি ইউপিডিএফে যোগ দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার দায়িত্ব পালন করে গেছেন। কোন অপশক্তির কাছে তিনি মাথানত করেননি। তার আত্মবলিদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

বক্তারা শহীদ রুইখই মারমার সংগ্রামী চেতনা ধারণ করে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই জোরদার করার আহ্বান জানান।

এলাকার মুরুব্বীরা রুইখই মারমার কথা স্মরণ করেন। তারা বলেন, রুইখই মারমা পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি জনগণের মঙ্গলের জন্য কাজ করেছেন। তার অবদান জনগণ কখনো ভুলে যাবে না।

উল্লেখ্য, বিগত ২০০৯ সালের ২ অক্টোবর লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের বটতলী নামক স্থানে সেনাবাহিনীর সৃষ্ট বোরখা পার্টি নামধারী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় শহীদ হন রুইখই মারমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *