ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে রাঙামাটির সাপছড়ি এলাকাবাসীর সমাবেশ

ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২০) দুপুর সাড়ে ১২টায় সাপছড়ি ইউনিয়নবাসীর ব্যানারে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণ সংঘাত বন্ধ ও ঐক্যের আহ্বান সম্বলিত বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন এলাকার মুরুব্বি সোনারাম দেওয়ান ও মোনক্য খীসা।

তারা বলেন, সরকার চক্রান্ত করে পাহাড়িদের মধ্যে সংঘাত-হানাহানি জিইয়ে রেখে তার স্বার্থ হাসিল করছে। আর সরকারের এই চক্রান্তের ফাঁদে পা দিয়ে জুম্ম দলগুলো ভাইয়ে ভাইয়ে হানাহানিতে লিপ্ত রয়েছে। যা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। জনগণ আর ভাইয়ে ভাইয়ে সংঘাত-হানাহানি দেখতে চায় না।

বক্তারা বলেন, সরকার জুম্মদের ধ্বংস করতে নানা ষড়যন্ত্র জারি রেখেছে। কোনভাবে সরকারের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। অধিকার আদায় কিংবা জনগণের মঙ্গলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য জুম্ম দলগুলোর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *