ভূমি বেদখল বন্ধসহ বিভিন্ন দাবিতে বন্দুকভাঙায় ইউপিডিএফের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামে বেদখলকৃত ভূমি ফেরত দান, সেটলারদের সমতলে পুনর্বাসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান এবং ভূমি বেদখল বন্ধের দাবিতে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২) সকাল ১০টার সময় অনুষ্ঠিত সমাবেশে নান্যাচর ইউনিটের সংগঠক ছদরক চাকমার সভাপতিত্বে ও দুর্জয় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আলোময় চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নেপচুন চাকমা প্রমুখ।

বক্তারা সরকারের পৃষ্ঠপোষকতায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ভূমি জবরদখল করা হচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে কখনো উন্নয়ন, কখনো পর্যটন, কখনো সড়ক নির্মাণের নামে পাহাড়িদের জায়গা-জমি বেদখল করছে। সরকার-প্রশাসনের সহযোগিতায় সেটলার ও ভূমিদস্যু বিভিন্ন কোম্পানি ভূমি বেদখলে বেপরোয়া হয়ে উঠেছে। সাম্প্রতিককালে লামায় রাবার কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি জবরদখলের চেষ্টা তারই প্রমাণ।

বক্তারা অবিলম্বে ভূমি বেদখল বন্ধসহ এ যাবত বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়া, পাহাড়িদের প্রথাগত আইনের স্বীকৃতি প্রদান, সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসন ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে যথাযথ পুনর্বাসনের দাবি জানান।

সমাবেশে বন্দুকভাঙা এলাকাবাসীর পক্ষ থেকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ভূমি ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *