আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
একুশের প্রথম প্রহরে পিসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় প্রদর্শিত ব্যানারে দাবি জানিয়ে লেখা হয়, ‘সকল মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি চাই; প্রাথমিক স্তরে সকল জাতিসত্তার শিশুদের স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দাও, মাতৃভাষায় শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা কর’।
এদিকে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এ সময় তারা ‘শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি বাস্তবায়ন কর; এক ভাষার রাষ্ট্র নয়, বহু ভাষার রাষ্ট্র চাই; এক জাতির রাষ্ট্র নয়, বহু জাতির রাষ্ট্র চাই’.. ইত্যাদি দাবি সম্বলিত শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।