বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন-এর সভাপতি ক্রাতপুং ম্রো’র অকাল মৃত্যুতে পিসিপি’র শোক প্রকাশ

“বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন”-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্রাতপুং ম্রো (২৮) গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২২ রাত আনুমানিক ১০টা ১৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত ১২ সেপ্টেম্বর ২০২২ বান্দরবান সদর থেকে লামায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার দুই হাত, ফুসফুস, হার্ট ও মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চকোরিয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা সংবাদ মাধ্যমে এক যুক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ক্রাতপুং ম্রো পার্বত্য চট্টগ্রামে ম্রো জাতিসত্তার এক উদীয়মান নেতা ছিলেন। তাঁর অকাল মত্যুতে ম্রো জাতি, ম্রো ছাত্র সমাজ ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র সমাজ এক সম্ভাবনাময়ী নেতাকে হারিয়েছে। পাহাড়ি ছাত্র সমাজ তাঁর শূণ্যতা অনুভব করবে।

নেতৃদ্বয় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি ক্রাতপুং ম্রো’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *