নান্যাচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে গণতান্ত্রিক যুব ফোরামের নতুন কমিটি গঠন

নান্যাচর : গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়ন শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৩ জানুয়ারি ২০১৯) ইউনিয়ন শাখার ১ম কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

“গণধিকৃত সংস্কারবাদী জুম্ম রাজাকার ও নব্যমূখোশদের (মোত্তালেব বাহিনী) প্রতিরোধে সকল যুব সমাজ রুখে দাড়াও “এই স্লোগানে সকাল ১০টার সময় খুল্যাং পাড়ায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম অধিবেশন শুরুতে পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠার গনতান্ত্রিক লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক প্রিয়তন চাকমার সঞ্চালনায় ও রহিম চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব নীলয় চাকমা ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নান্যাচর উপজেলা সংগঠক অক্ষয় চাকমা।

বক্তারা বলেন গণধিকৃত সংস্কারবাদী জেএসএস ও মোত্তালেব বাহিনী(নব্য মুখোশ) ব্যক্তি সুবিধা আদায় করতে সেনাবাহিনীর সহযোগী হয়ে জুম্ম জনগণের প্রানপ্রিয় পার্টি ইউপিডিএফর আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কর্মি, সমর্থক ও নিরীহ সাধারণ জনগণকে হত্যা, অপহরণসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুব সমাজকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা জাতীয় অস্তিত্ব রক্ষা তথা পুর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকে জোরদার করতে যুব ফোরামের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে প্রিয়তন চাকমাকে সভাপতি, রিকেন চাকমাকে সাধারণ সম্পাদক ও কালাধন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামে রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব নীলয় চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *