দ্বিতীয় বারের মতো এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
বকেয়া ঋণের টাকা আদায়ে দ্বিতীয় বারের মতো এস আলমের সম্পত্তি নিলামে তুলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। এবার নিলামে তোলা হচ্ছে এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের ২ হাজার ৯৭১ শতাংশ জমি।
এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে এই জমি নিলামের তোলার বিষয়টি গতকাল ৩০ ডিসেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক। যা আগামী ২৩ জানুয়ারি বিকালে নিলামে তোলা হবে বলেও উল্লেখ করা হয়।
জানা যায়, জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে, তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হবে।
এর আগে গত ১ নভেম্বর প্রথমবারের মতো জনতা ব্যাংক পত্রিকায় নিলাম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে একই মাসের ২০ নভেম্বর নিলামের তারিখ ঘোষণা করে নিলামে তোলা হয়। এস আলম গ্রুপের কাছ থেকে এক হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংক গ্রুপটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। ওইদিন একই শাখাতেই নিলাম ডাকা হয়।
জনতা ব্যাংক সূত্রে জানা যায়, ২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। ১০ হাজার ১০০ কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক।
গত সরকারের আমলে এস আলম গ্রুপের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের মধ্যে প্রথমবারের পর দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংক গ্রুপটির সম্পদ নিলামে ওঠানোর পদক্ষেপ ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *