প্রতিবেদনে: সুমন বড়ুয়া
কর্ণফুলী নদীর ভা-ঙ্গনে দিশেহারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর নদীতীরের সাড়ে বারো কিলোমিটার এলাকার বাসিন্দারা। নদীর নাব্যতা কমে যাওয়ায়, উজান থেকে আসা ঢলের চাপ পড়ছে ওই এলাকায়। এতে বর্ষা মৌসুমে আত-ঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।