চবিতে এক শিক্ষার্থীকে নির্যাতন ও শ্লীলতাহানীর ঘটনায় পিসিপি’র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা ও এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে গাফিলতি’র ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (১৯ জুলাই ২০২২) পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিটন চাকমা ও সাধারণ সম্পাদক সোহেল চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের জন্যে একদিকে যেমন উন্মুক্ত জ্ঞানের সূতিকাগার, বিশ্বাস ও আত্মবিশ্বাসের জায়গা তেমনি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনের নিরাপত্তাসহ সকল দায়-দায়িত্বও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরই বর্তায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ই জুলাই রাত আনুমানিক ১০টার দিকে প্রীতিলতা হলের পার্শ্ববর্তী রাস্তায় বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে সঙ্গীত বিভাগের এক ছাত্রী বন্ধুর উপর ছদ্মবেশী সন্ত্রসীদের বেধড়ক মারধর, ছিনতাই, নগ্ন ভিডিও ধারণ ও শ্লীলতাহানীর চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনা তিন দিন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি।

নেতৃদ্বয় আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা, হয়রানি ও শ্লীলতাহানী’র ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক বিষয়। ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে অবশ্যই জড়িতদের শাস্তি নিশ্চিত করতে উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হত। কিন্তু আমরা দেখতে পাই, ঘটনার সাথে সংশ্লিষ্টদের এখনো খুঁজে বের করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনাটি গুরুত্ব না দিয়ে দায়িত্ব পালনে অবহেলা ও নীরব ভূমিকা পালন করছে।

যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রশাসনের উপর আস্থা ও ভরসার জায়গাগুলোকে ক্ষুন্ন করে। শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরুপ অসহযোগিতাপূর্ণ ও পক্ষপাতিত্বমূলক আচরণ বরাবরই স্বৈরতান্ত্রিক চরিত্রের ইঙ্গিত দেয়।

বিবৃতিতে নেতৃদ্বয়, শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরুপ নেতিবাচক ও বিরুপ দৃষ্টিভঙ্গি পরিহার করে উক্ত ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান, ভিক্টিম শিক্ষার্থী’র নিরাপত্তা নিশ্চিত, ভবিষ্যতে এহেন কর্মকান্ড রোধ করতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *