নিজস্ব প্রতিনিধি।। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহসভাপতি নতুন কুমার চাকমা আজ ৮ জুন ২০২২ বুধবার এক বিবৃতিতে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতদের দেখতে গেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও সংগঠনটির চট্টগ্রাম শাখার সমন্বয়ক হাসান মারুফসহ তাদের সহযোগীদের উপর শাসক দলের ছাত্র সংগঠন ছাত্র লীগের কর্মীদের পরিচালিত শারীরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উক্ত হামলাকে সরকারের ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক ও পরমত-অসহিঞ্চু মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে ইউপিডিএফ নেতা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনানুগ শাস্তি প্রদানের দাবি জানান।
এ প্রসঙ্গে নতুন কুমার চাকমা সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকারের লাগামহীন দুর্নীতি, অনিয়ম ও অব্যস্থাপনার ফল বলে অভিহিত করেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।