খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়িদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।।খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলার সাথে জড়িত সেটেলারদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন পাহাড়ি সংগঠন।

আজ শুক্রবার (৮ জুলাই ২০২২) বিকাল ৪ টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গনতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রাম নগরীর ডিসি হিল থেকে একটি মিছিলটি শুরু করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে চেরাগি মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পিসিপি’র চবি শাখার সহসাধারণ সম্পাদক সুদেব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি উশিংচৈ চাক শুভ, পিসিপি নগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব থাকায় সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।

সমাবেশে সংহতি প্রকাশ করেছেন শ্রমিক ফ্রন্টের নগর সভাপতি বিজয় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নগর সদস্য সচিব জেসী চাকমা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ জুলাই খাগড়াছড়ির মহালছড়ির উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় পাহাড়িদের ভুমি বেদখলের উদ্দেশ্য সাবেক ইউপি সদস্য মো. আজিজের নেতৃত্বে সেটেলাররা সংঘবদ্ধ হয়ে হামলা করে কয়েকজন পাহাড়িকে আহত করে। হামলার এক পর্যায়ে সেটলাররা পাহাড়িদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে ৩৭টি বাড়ি পুড়িয়ে দেয়।

পাহাড়ে এই ধরনের হামলা নতুন ও বিচ্ছিন্ন নয় উল্লেখ করে বক্তারা আরও বলেন, সরকারের নীরব ভূমিকার কারণে সেটলাররা বার বার এ ধরনের হামলা করার সাহস পাচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হামলা ও অগ্নিসংযোগকারী চিহ্নিত ভূমিদস্যু সেটলারদেরকে আইনের আওতায় নিয়ে আসা, ক্ষতিগ্রস্ত পারিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পাহাড় থেকে সেনাক্যাম্প প্রত্যাহারসহ সেটলারদের সম্মানজনকভাবে পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পূনর্বাসনের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *