নিজস্ব প্রতিনিধি।। “জুম পাহাড়ের ভাঁজে ভাঁজে স্বপ্ন বুনা নবীন, এসো প্রাণে প্রাণ মেলাই, শিকড়ের চেতনা প্রাণে নিয়ে বেরিয়ে পড়ি বিশ্বজোড়া পাঠশালায়” এই স্লোগানে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ট্যালেন্ট চাকমা দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার ৯ জুলাই ২০২২ খাগড়াছড়ি শহরে এই সেমিনার অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন।
এতে খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজ ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোবিপ্রবি,চট্টগ্রাম ভেটেরেনারি এন্ড অ্যানিমেল সাইন্স ইউনিভার্সিটি, রাঙামাটি মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এক ঝাঁক মেধাবী ও প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে জুম্ম শিক্ষার্থী পরিবারে শিক্ষার্থীরা বলেন, ” বিশ্ববিদ্যালয় বন্ধের ছুটিতে শিকড়ের টানে একত্রিত হয়েছে আমরা। জুম পাহাড়ের ভাঁঝে ভাঁজে স্বপ্ন বুনা নবীন প্রাণের সাথে প্রাণ মেলাতে এই আয়োজন। আগামীতে এই ধরনের আয়োজন আবারো হবে।”