খাগড়াছড়িতে ইউপিডিএফ’র মেস-হাউজে পরিকল্পিত চুরি: ফাইলপত্র উধাও, জিনিসপত্র তছনছ

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির সদরের নারাঙখিয়াস্থ অনন্ত মাষ্টার পাড়ায় ইউপিডিএফের ব্যবহৃত মেস-হাউজে পরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। এতে হাউজে রাখা বিভিন্ন দলিলপত্রের ফাইল, বইপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে এবং হাউজের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৩ জুলাই ২০২২) কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে সরেজমিন গিয়ে হাউজের দরজা ভাঙা ও বিভিন্ন জিনিসপত্রাদি ছড়ানো-ছিটানো অবস্থায় দেখা যায়।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফ’র খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা বলেন, যেভাবে হাউজে রাখা দলিলপত্রের ফাইলগুলো উধাও হয়ে গেছে তাতে এটি সাধারণ চুরির ঘটনা বলে মনে হচ্ছে না। এটি পরিকল্পিত চুরির ঘটনা হতে পারে।

তিনি বলেন, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে অনন্ত মাষ্টার পাড়ায় একটি বাড়ি নিজেদের মেস-হাউজ ও অফিস (অফিস কাম রেসিডেন্স) হিসেবে ব্যবহার করে আসছে। সেখানে পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন দলিলপত্রাদি ফাইল আকারে সংরক্ষিত ছিল। এছাড়া হাউজে আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও ছিল। 

কিন্তু ইউপিডিএফের ওপর সরকারের নিষ্ঠুর দমন-পীড়নসহ খুন, গুম শুরু হলে সেখানে অবস্থানকারী নেতা-কর্মীরা অন্যত্র নিরাপদ স্থানে গিয়ে অবস্থান নেয়ায় উক্ত মেস-হাউজটি তালাবদ্ধ অবস্থায় ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্ত চক্রকে দিয়ে এই চুরির ঘটনাটি সংঘটিত করা হয়েছে।

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, হাউজে সংরক্ষিত দলিলপত্রাদির ফাইলগুলো উধাও হয়ে যাওয়ায় এটি যথেষ্ট সন্দেহজনক। কারণ সাধারণ কোন চোর হলে তাদের তো ইউপিডিএফের দলিলপত্রাদির কোন প্রয়োজন থাকার কথা নয়। রাষ্ট্রীয় কোন সংস্থা কর্তৃক দুর্বৃত্তদের ব্যবহার করে সংগঠনের দলিলপত্র হাতিয়ে নিতে এই চুরির ঘটনা সংঘটিত করা হয়েছে বলে আমরা ধারণা করছি।

অংগ্য মারমা পরিকল্পিত এ চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অতিসত্ত্বর জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া দলিল-দস্তাবেজসহ জিনিসপত্রাদি উদ্ধারপূর্বক ফিরিয়ে দেওয়ার দাবি করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ১৩ নভেম্বর সেনাবাহিনীর একটি দল কর্তৃক ইউপিডিএফের উক্ত মেস-হাউজে তালা ভেঙে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র লুটের ঘটনা সংঘটিত হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *