কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরার পিতার অকাল মৃত্যুতে পিসিপি’র শোক ও শ্রদ্ধা

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরার পিতা রাজেন্দ্র ত্রিপুরা’র অকাল মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আরবাড়ি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মৃত্যু সবসময় দুঃখের, কোন মৃত্যু সুখের নয়। তিনি এমন এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যখন তার ছেলে অমল ত্রিপুরা মিথ্যা মামলায় জেলে অন্তরীণ রয়েছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমার পক্ষে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে ফেরার পথে পুলিশ অমল ত্রিপুরাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করে।

এই মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না অভিহিত করে নেতৃদ্বয় শোকার্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *