ইউপিডিএফ নেতা শহীদ নবায়ন চাকমা’র স্মরণে লক্ষ্মীছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিনিধি ।। সেনা হেফাজতে হত্যার শিকার পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে নির্ভীক সৈনিক ইউপিডিএফ নেতা শহীদ নবায়ন চাকমা (সৌরভ)-এর স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) লক্ষ্মীছড়ি ইউনিট।

আজ বুধবার (৩০ মার্চ ২০২২) বিকাল ৫টায় লক্ষ্মীছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে ইউপিডিএফ সংগঠক সরল চাকমার সভাপতিত্বে ও নিরেট চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি রাজেন্দ্র চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি পাইচি মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পবিন চাকমা।

অনুষ্ঠান শুরুতে শহীদ নবায়ন চাকমাসহ সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা শহীদ নবায়ন চাকমা (সৌরভ) পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে একজন একনিষ্ট সংগঠক ছিলেন উল্লেখ করে বলেন, অধিকার কেউ কাউকে এমনিতে দেয় না, লড়াই করে, রক্ত দিয়ে অধিকার আদায় করে নিতে হয়। শহীদ নবায়ন চাকমাও পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে রক্ত দিয়ে গেছেন। তার আত্মবলিদান কখনো বৃথা যেতে পারে না।

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে এক নিষ্ঠুর শাসন কায়েম করে রেখেছে। এখানে ন্যায্য অধিকারের পক্ষে কথা বললেই ‌‌‘সন্ত্রাসী’ তকমা লাগিয়ে দিয়ে যে কাউকে হত্যা, গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে। ন্যায় বিচার বলতে এখানে কিছুই নেই। পার্বত্য চট্টগ্রামের জনগণ এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান চায়।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে ও জুম্ম জনগণের প্রকৃত মুক্তির লক্ষ্যে পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের লড়াইয়ে সামিল হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তব্য শেষে শহীদ নবায়ন চাকমা (সৌরভ)-এর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২২ ভোররাত সাড়ে ৩টার সময় দীঘিনালার মনিভদ্র কার্বারি পাড়া থেকে সেনাবাহিনী ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা (সৗরভ)-কে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *