সাজেকে সেনাবাহিনী কর্তৃক দুই ইউপিডিএফ সদস্যকে আটক

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের দুই সদস্যকে আটকের খবর পাওয়া গেছে।

আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) সকালে সাজেকের রেতকাবা দোপদা নামক স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- পরান্টু চাকমা (৩৫), পিতা- জ্ঞান রঞ্জন চাকমা, গ্রাম- বাজেই পাতাছড়া, কবাখালী ইউনিয়ন, দীঘিনালা, খাগড়াছড়ি ও কুশল চাকমা (২৩), পিতা শান্তশীল চাকমা, গ্রাম-কজোইছড়ি, বাঘাইছড়ি ইউনিয়ন, রাঙামাটি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার সময় ইউপিডিএফের উক্ত দুই সদস্য সাংগঠনিক কাজে রেতকাবা দোপদা নামক স্থানে যান। সেখান তারা লোকজনের সাথে কথা বলতে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বাঘাইহাট সেনা জোন থেকে ডিজিএফআইয়ের তিন সদস্য মোটর সাইকেলে করে হঠাৎ সেখানে এসে তাদেরকে অস্ত্র তাক করে ঝাপটে ধরে ফেলে। এর পরপরই একটি সেনাদল সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে বাঘাইহাট জোনে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদেরকে বাঘাইহাট জোনে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *