সাজেকে সেনাবাহিনী কর্তৃক এক প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের অভিযোগ

নির্যাতনের শিকার হওয়া প্রতিবন্ধী শিশু নোবেল চাকমা।

রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক ১২ বছর বয়সী এক মানসিক ও বাক প্রতিবন্ধী শিশুকে ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নির্যাতনের শিকার শিশুটির নাম নোবেল চাকমা (১২), পিতা- বিন্দু কুমার চাকমা, গ্রাম- শুকনোছড়া জাম্মুরো পাড়া, ৪নং ওয়ার্ড, সাজেক ইউনিয়ন। সে ভালোভাবে কথা বলতে পারে না। তার মানসিক সমস্যাও রয়েছে। আর শিশুটির পিতাও একজন মৃগী রোগী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩টার সময় ভূক্তভোগী শিশু নোবেল চাকমা শুকনোছড়া এলাকায় রাস্তায় বের হয়ে হাটাহাটি করছিল। এ সময় একটি পিকআপে করে একদল সেনা সদস্য সেখানে এসে তাকে ধরে গাড়িতে তুলে বাঘাইহাট জোনে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়।

পরে খবর পেয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও জাম্মুরো পাড়া মুরুব্বীরা জোনে গিয়ে নোবেল চাকমা একজন মানসিক ও বাক প্রতিবন্ধী বলে জোন কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু তারপরও সেনারা তাকে ‘চাঁদাবাজ’ তকমা দেয়ার চেষ্টা করে। পরে অনেক কথাবার্তা শেষে প্রায় ৫ ঘন্টা পর রাত ৮টার সময় সেনা জোন থেকে শিশু নোবেলকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেয়ার সময় নোবেলের অভিভাবকের ফোন নাম্বার সংগ্রহ করে রাখা হয় এবং রাস্তায় কেউ চাঁদাবাজি করলে জোনে ফোন করে জানানোর শর্ত দেওয়া হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *