রাঙামাটির সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় মো. আব্দুল মান্নান (৪০) নামে এক ট্রাক ড্রাইভার টাকার প্রলোভন দেখিয়ে স্থানীয় এক পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর ২০২০, বিকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
ধর্ষণ চেষ্টাকারী মো. আব্দুল মান্নানের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়। তার পিতার নাম মৃত নূর ইসলাম। সে ট্রাক নিয়ে সাজেক থেকে মালামাল পরিবহন করে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৫টার সময় ট্রাক ড্রাইভার মো. আব্দুল মান্নান মাতাল অবস্থায় শিজকছড়া এলাকায় গিয়ে ওই নারীকে টাকার বিনিময়ে কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় লম্পট আব্দুল মান্নান তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারী সাথে সাথে এলাকার মুরুব্বীদের কাছে ঘটনাটি জানান।
পরে স্থানীয় লোকজন গিয়ে ট্রাক ড্রাইভারকে আটক করে বাঘাইহাট পরিবহন মালিক সমিতির লোকজনের হেফাজতে দেয় বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।