সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও বিভিন্ন জাতীয় দৈনিক ও চ্যানেলের রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৮ জুন ২০২২) দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। আগামী সাত দিনের মধ্যে তাকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে আদালত এই জামিন মঞ্জুর করেছে বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যার সময় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ ফজলে এলাহীকে গ্রেফতার করে। বিগত ২০২০ সালে সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার উক্ত মামলাটি করেছিলেন বলে জানা গেছে।

এদিকে, তাকে গ্রেফতারের খবরে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এই গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (বুধবার) রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছে। ইউপিডিএফ আজ এক বিবৃতিতে ফজলে এলাহীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *