খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রান্যামা ছড়া গ্রাম থেকে সেনাবাহিনী রবি কুমার চাকমা (৩৮) নামে এক গ্রামবাসীকে আটক করেছে।
গত মঙ্গলবার (১ ডিসেম্বর ২০২০) দিবাগত রাত আনুমানিক ২টার সময় সেনাবাহিনীর একদল সদস্য রান্যামা ছড়া গ্রামে হানা দিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায়।
আটক রবি কুমার চাকমা রান্যামা ছড়া গ্রামের মৃত কাল্যা চাকমার ছেলে।
আটকের পর তাকে অস্ত্র ও গুলি গুজিয়ে দিয়ে ইউপিডিএফ কর্মী সাজিয়ে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তরের পর মিথ্যা মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।