নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডোর ক্রংসাংগং পাড়া নামক গ্রামে সেনাবাহিনী তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) সকালে এ ঘটনা ঘটে।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- ১. অক্রাপুং মারমা (৪২), স্বামী-সুইনুমং মারমা, পেশা-কৃষি, ২. সুইসাচিং মারমা (৪২), পীং-মৃত থোয়াইসাপ্রু মারমা, পেশা-দিন মজুর, ৩.হ্লাসুইউ মারমা (৬৪), পীং-মৃত সাগ্যউ মারমা।
জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য ক্রংসাংগং পাড়ায় যায়। সেনারা প্রথমে অক্রাপুং মারমা’র বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়ির হাড়ি-পাতিল, থালা-বাসন ও আলমিরা ভেঙে দেয়, কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এছাড়া সেনা সদস্যরা বাড়িতে পাওয়া ২০,০০০ টাকাও ছিনিয়ে নেয়। এরপর সেনা সদস্যরা সুইসাচিং মারমা ও হ্লাসুইউ মারমা’র বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে বাড়ির জিনিসপত্র ও কাপড়চোপড় তছনছ করে দেয়।
তবে কী কারণে উক্ত গ্রামবাসীদের তল্লাশি চালানো হয়েছে তার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।