নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বান্দরবান সীমান্তবর্তী কেচি নোয়াপাড়া নামক এলাকায় দু’পক্ষের গোলাগুলিতে কথিত ‘মগপার্টির’ ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২২ মার্চ ২০২২) সকাল ৯টার দিকে এ ঘটনা বলে পুলিশ জানায়।
বিবিসি বাংলা থেকে শুরু করে দেশের প্রায় সকল সংবাদ মাধ্যমে ঘটনার খবরটি ফলাওভাবে প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তাক্ত ও ছড়িয়ে ছিটিয়ে তিন জনের লাশ পড়ে আছে- এমন ছবি ভাইরাল হয়েছে। তবে কারা এসব ছবি ছড়িয়ে দিয়েছে তা জানা যায়নি।
এদিকে একটি সূত্রে জানা গেছে, যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি মগপার্টির ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত। সেখান থেকেই তারা সশস্ত্র তৎপরতা চালিয়ে থাকে। এছাড়া প্রায় সময় মগপার্টির সশস্ত্র সদস্যরা বিভিন্ন লোকজনকে অপহরণ করে ও্ই এলাকায় নিয়ে বন্দী করে রেখে মোটা অংকের মুক্তিপণ আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে।
আর আওয়ামী লীগের কতিপয় নেতা ও সেনাবাহিনীর একটি অংশের প্রত্যক্ষ মদদে এই মগপার্টি নামধারীরা এলাকায় নানা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলেও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানিয়েছেন তারা গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছেন। তবে তিনি ঘটনাটির বিস্তারিত তথ্য ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে বলেও তিনি জানিয়েছেন।