নিজস্ব প্রতিনিধি।। ভারী অস্ত্র হাতে একদল যুবক লাইন ধরে পর পর হেঁটে যাচ্ছেন। আর ‘জেলা পুলিশ, রাঙ্গা-১০’ লেখা পুলিশের একটি গাড়ি থেকে এক পুলিশ সদস্যকে হেসে হেসে এই দৃশ্যটি ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে। গত ২ দিন আগে ইনস্টগ্রামে Tazul islam (tazul4595) নামের আইডি থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। পরে সেখান থেকে স্ক্রিনরেকর্ড ভিডিওটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে পুলিশের গাড়িতে থাকা একজনকে সন্ত্রাসী দলটির মধ্যে ছাতা মাথায় দিয়ে অস্ত্রসহ হেঁটে যাওয়া ব্যক্তিটিকে সালাম দিতেও শোনা যায়।
খোঁজ নিয়ে উক্ত ঘটনাটি রাঙামাটি সদর উপজেলাধীন আসামবস্তি – কাপ্তাই সড়কের বড়াদাম এলাকায় বলে জানা গেছে। ওই এলাকাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নিয়ন্ত্রণাধীন বলে স্থানীয়রা জানিয়েছেন।
জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, রাঙামাটি জেলা পুলিশের সামনে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ায় এরা কারা? এদের কি প্রশাসন আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিচ্ছে?
Video link