মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক স্কুল ছাত্রকে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা সৃষ্ট সন্ত্রাসী কর্তৃক ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

গত ৪ জানুয়ারি ২০২১, সোমবার এই ঘটনাটি ঘটেছে বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে।

ভুক্তভোগী স্কুলছাত্রের নাম স্বপন ত্রিপুরা (১৬)। সে গুইমারা উপজেলার মাষ্টার পাড়ার (রাস্তা মাথা) বাসিন্দা মৃত জ্যোতি ত্রিপুরার ছেলে এবং গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

জানা যায়, গত সোমবার সেনা মদদপুষ্ট সন্ত্রাসী গ্রুপের নবীন ও সুলেন সুকৌশলে স্কুল ছাত্র স্বপন ত্রিপুরাকে মাটিরাঙ্গা বাজারে ডেকে নেয়। এরপর সন্ত্রাসীরা স্বপন ত্রিপুরাকে সেখানে আটকে রাখে। পরে সন্ত্রাসীরা স্বপন ত্রিপুরার মা লক্ষ্যণা ত্রিপুরাকে মোবাইলে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর স্বপন ত্রিপুরার মা কৌশল খাটিয়ে সন্ত্রাসীদের কবল থেকে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ৩ জানুয়ারি উক্ত সন্ত্রাসীরা গুইমারা বাজার থেকে স্বপন চাকমা নামে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করেছিল। পরে তাকে দেড় লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

শুধু তাই নয়, উক্ত সন্ত্রাসী গংটি সেনা ও গোয়েন্দা সংস্থার লোকজনের সহায়তায় দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে ’ভাই ভাই বোডিং’ নামে একটি বোডিংয়ে অবস্থান করে অপহরণ করে মুক্তিপণ আদায়, সাধারণ মানুষকে মারধর-হয়রানি, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু জনগণের অভিযোগ সত্ত্বেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *