বাঘাইছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক একজনকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙাতলী বাজার থেকে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা রতন চাকমা (২০) নামে একজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অপহৃত ব্যক্তি ইউপিডিএফের সাবেক সদস্য বলে জানা গেছে।

আজ শুত্রুবার (১৬ সেপ্টম্বর ২০২২) সকালে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার  রতন চাকমা বঙ্গলতলী ইউনিয়নেন জারুলছড়ি গ্রামের জিতেন্দ্র চাকমার ছেলে।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *