নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডোর করল্যাছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম জীবন চাকমা, পিতা- বরণ চাকমা।
জানা গেছে, আজ ভোররাত ৪টার সময় করেঙাতলী সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য করল্যাছড়ি গ্রামে যায়। এ সময় সেনারা কোন কারণ ছাড়াই জীবন চাকমার বাড়িতে প্রবেশ করে তাকে শারিরীক নির্যাতন করে। পরিবারের লোকজন তাকে মারধরের কারণ জানতে চাইলে সেনারা কোন জবাব দেয়নি।
পরে চলে যাবার সময় সেনারা তাকে আগামীকাল (১৩ অক্টোবর) স্থানীয় মেম্বারকে সাথে নিয়ে করেঙাতলী ক্যাম্পে হাজির হওয়ার নির্দেশ যায় বলে পরিবারের লোকজন জানান।