নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি এলাকায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে আবারো স্বেচ্ছাশ্রমে কৃষকের জমিতে ধান কাটা কাজে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৬ নভেম্বর ২০২২) পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপসি চাকমার নেতৃত্বে সংগঠনের একটি টিম ধান কাটা কাজে সহায়তা প্রদান করেন।
এর আগে গত সোমবার নারী সংঘের উদ্যোগে কৃষককে ধান কাটায় সহায়তা প্রদান করা হয়েছিল।