রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গলতলি ইউপির জারুলছড়ি গ্রামের এই দরিদ্র নারী বিঝু উৎসব পালনের জন্য কিছু টাকা পেতে বিক্রির জন্য গাছের রদ্দাটি পিঠে করে বাজারে নিয়ে যাচ্ছেন। এ জন্য তাকে কয়েক মাইল পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। ছবিটি ৮ এপ্রিল তোলা। সৌজন্যে: সুকর্ণ