রাঙামাটির নান্যাচর উপজেলার নানাক্রুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদ ও অপরাধীকে চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি নান্যাচর শাখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র বরাবরে স্মারকলিপি দিয়েছে।
আজ বুধবার (১৭ নভেম্বর ২০২১) সকাল সাড়ে ১১ টায় নান্যাচর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি ইউএনও’র বরাবরে পেশ করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করে বলা হয়, গত ১৬ নভেম্বর সকালে উপজেলার নানাক্রুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা স্কুলে আসার পথে এক বখাটে কর্তৃক শ্লীলতাহানী চেষ্টার শিকার হন। শিক্ষকদের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে চিহ্নিত করে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় স্মারকলিপিতে। আর ভবিষ্যতে যাতে এ ধরনের কোন ন্যাক্কারজনক ঘটনা না তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি করা হয়।
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, এক শিক্ষিকার লিখিত একটা অভিযোগ পেয়েছি। তবে,“শ্লীলতাহানীর মতো কোন ঘটনা ঘটেনি। ভিকটিম ভয় পেয়েছে মাত্র”।