খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসীরা ধর্মজয় ত্রিপুরা (৩০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে।
আজ রবিবার (২৮ জুন) সকালে মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মজয় ত্রিপুরা হাজাছড়া এলাকার বিষ্ণু কার্বারী পাড়ার শশী চরণ ত্রিপুরার ছেলে।
জানা গেছে, আজ সকাল ৮টার দিকে হাজাছড়া দোকানের সামনে স্বপন ত্রিপুরার নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী তার ওপর সশস্ত্র হামলা চালায় এবং খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ধর্মজয় ত্রিপুরা বছর দুয়েক আগে সংস্কারপন্থী জেএসএস ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
দীঘিনালা থানার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন।