“দাঁড়ালে তুমি দাঁড়াবে জাতি”
👉একটি জাতির পরিচয় সে জাতির ভাষা, শিক্ষা ও সংস্কৃতির উপর। আজকাল মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে তাদের মধ্যে সংস্কৃতির আর কোনো অংশ খুঁজে পাওয়া যায় না। জানি, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই বলে কি আমরা ভূলে যাবো আমাদের সংস্কৃতি। বর্তমান যুগের মানুষ নিজেকে এমন ভাবে আপডেট করে নিতেছে তার ফলে আমি মনে করি ভবিষ্যতে আমাদের একটি জাতি হিসেবে চিহ্নিত করাও কষ্টকর হয়ে দাঁড়াবে। তথ্য প্রযুক্তির আদলে আমরা শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি। এতটা সময় দিয় আমরা মোবাইলের উপর , যার ফলে মাঝে মাঝে ভাত খাওয়ার সময়টুকু পর্যন্ত ভূলে যায়। এতটা সময় আমরা ব্যয় করি যে দিন কখন হারিয়ে যায় সে টা খেয়াল করতে পারিনা। এই সারাটা দিনের মধ্যে আমরা কি একটুও সময় দিতে পারি না আমাদের সংস্কৃতির উপর। আজ আমরা নিজের ভাষা, শিক্ষা ও সংস্কৃতির উপর
অজ্ঞাত। আমি মনে করি, এসবের উপর গুরুত্ব আরোপ না করায় আমরা এগুলোর উপর হাত দিতে দ্বিধাবোধ করি।
বিশেষ করে মেয়েদের এসব সংস্কৃতি ধরে রাখা উচিত বলে মনে করি। আজকাল এমন মেয়ে কমই দেখা যায় যে, আমাদের ঐতিহ্যবাহী পোশাকের বুনন কাজ করতে পারে। আর এমন কমই ছেলে আছে ,যে আমাদের ভাষাটাকে নিয়ে চর্চা করে। বিকেল বেলা রাস্তার পাশে সেলফি না তুলে, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সেই খালি সময়টুকু আমরা আমাদের সংস্কৃতির উপর ব্যয় করতে কি কোনো দ্বিধাবোধ আছে। কারণ এসব আড্ডা বাড়িতে গেলে শেষ। রাতের সময়টা কাটাতে হয় একাকী। তাই এসবের উপর মত্ত না থেকে আমাদের সংস্কৃতির উপর কিছুটা হলেও সময় দিলে সময় ও ব্যয় হলোনা। আমাদের সংস্কৃতি ও রক্ষা হলো।
এসো সবাই মিলে রক্ষা করে আমাদের সংস্কৃতি।
আমাদের সংস্কৃতি আমাদের গৌরব, আমাদের সংস্কৃতি আমাদের অহংকার।
ছবি: শুকতারা চাঙমা