ঢাবির প্রক্টর অফিস কর্তৃক অধ্যাপক তানজীম উদ্দিন খানের ব্যক্তিগত ফাইল তল্লাশির নিন্দা প্রগতিশীল ছাত্র সংগঠনসমুহের

নিজস্ব প্রতিনিধি।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অফিস কর্তৃক অধ্যাপক তানজীম উদ্দিন খানের ব্যক্তিগত ফাইল তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ।

আজ বুধবার (১৯ অক্টোবর ২০২২) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে ছাত্র সংগঠনসমুহের নেতৃবৃন্দ এ তল্লাশির ঘটনাকে আইন ভঙ্গের সামিল বলে মন্তব্য করেছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সভাপতি মিতু সরকার।

বিবৃতিতে ছাত্র সংগঠসমূহের নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দীন খানের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানা যায় যে, ১৭ অক্টোবর ২০২২ তারিখে প্রক্টর অফিসের দুইজন কর্মচারী তার অফিসে ঢুকে বিনা অনুমতিতে ব্যক্তিগত ফাইল তল্লাশী করে। এই ঘটনার পর তানজীমউদ্দিন খানের স্থায়ী ঠিকানায় ‘ভেরিফিকেশনের’ উদ্দেশ্যে একজন এস আই যান।

উপরোক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, “এই ঘটনায় আমরা গভীর উৎবেগ প্রকাশ করছি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয়ও আজ সারাদেশে চলমান স্বৈরাচারী পরিস্থিতির বাইরে নয়। ভিন্নমত দমনে শাসকদল আওয়ামীলীগ যেমন বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে ঠিক সেভাবে ভিন্নমত অবলম্বনকারী একজন শিক্ষকের প্রতি এখতিয়ারবহির্ভূতভাবে প্রক্টরের এহেন আচরণ আমাদের ভীষণভাবে উদ্বিগ্ন করে, একই সাথে একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের প্রতি এধরনের উদ্ভট ক্ষমতার চর্চা দেখে আমরা ভীষণভাবে লজ্জিত।

নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রক্টর কর্তৃক এই ধরণের এখতিয়ার বহির্ভূত তল্লাশি কর্মকাণ্ডে শঙ্কা প্রকাশ করেন। একই সাথে তারা ঠিক কোন এখতিয়ারে প্রক্টর কিংবা তার অফিসের কর্মচারীরা একজন শিক্ষকের অফিসে তল্লাশী চালানোর দুঃসাহস দেখায়, তার জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি উপাচার্যের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার করার আহ্বান জানান। অন্যথায় এই ঘটনার দায় উপাচার্যও এড়াতে পারবেন না বলে জানিয়ে দেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *