জুরাছড়ি থেকে রাঙামাটি সদরে যাতায়াতের জন্য লাগছে স্থানীয় আর্মি ক্যাম্প কমাণ্ডারের অনুমতি!

সংগৃহিত

জেলার জুরাছড়ি থেকে রাঙামাটি সদরে যাতায়াতের জন্য লাগছে স্থানীয় আর্মি ক্যাম্প কমাণ্ডারের অনুমতি! 
এ নিয়ে জুরাছড়ি উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা ও ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকশ্বর চাকমার রাঙামাটিতে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে স্থানীয় শিলছড়ি আর্মি ক্যাম্প কমাণ্ডারের বরাবরে লেখা একটি আবেদনপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ২/৭/২০২০ খ্রি. তারিখে লেখা উক্ত আবেদনপত্রে তিনি লেখেন ‘ আমি একজন হৃদ রোগী। তাই রাঙামাটিতে গিয়ে ডাক্তার দেখানোর জন্য যাওয়া ও আসার অনুমতি পাওয়ার আবেদন করছি’। 

এতে অনুমতি হিসেবে শিলছড়ি ক্যাম্প কমাণ্ডারের সিলসহ স্বাক্ষর দেওয়া রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন জন এ আবেদনপত্রটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন।
পাহাড়ি সুভাষ চাকমা নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক ওয়ালে উক্ত আবেদনপত্রটি পোস্ট করে লেখেন ‘এটাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের শাসনব্যবস্থা সেই হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের শাসন ব্যবস্থা পুনঃরায় বৃদ্ধি ঘটেছে’।
তাঁর এই পোস্টে সুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তি মন্তব্য করেন ‘ভাবতে অবাক লাগছে এটা স্বাধীন দেশ’।

সুপন চাকমা নামে আরেকজন মন্তব্য করেন ‘সেনা শাসনের বেড়াজালে জাতি আটকে পড়ে গেছে’।  

এতে Rosaline Costa  মন্তব্য করেন ’Army rule never diminish or is withdrawn in Bangladesh for the indigenous peoples. It’s very unfortunate. This army rule is imposed on the people by army and continued by majority people’s rule’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *