চট্টগ্রামে চারটি বিদেশী অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ দুই জুম্ম রাজাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, রাঙামাটি জেলার বাঘাইছড়ি মারিশ্যা তুলাবান এলাকার আনন্দ তালুকদারের ছেলে প্রকাশ তালুকদার (২৯) ও বিলাইছড়ির গবাইছড়ি এলাকার বুদ্ধিধন চাকমার ছেলে জনপ্রিয় চাকমা প্রকাশ প্রিয় চাকমা (৩০)।
আজ মঙ্গলবার (৯ জুন) ভোররাতে নগরীর বায়েজিদ থানার বালুচড়া চেকপোষ্টে বান্দরবান থেকে খাগড়াছড়িতে অস্ত্র নেয়ার সময় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে চারটি বিদেশি অস্ত্র, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো খাগড়াছড়িতে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। বান্দরবান থেকে রুনেল নামে এক ব্যক্তি এসব অস্ত্র এনে হাটহাজারীতে প্রিয় চাকমাকে হস্তাস্তর করেন। প্রিয় চাকমা প্রকাশ তালুকদারসহ এসব অস্ত্র নিয়ে বায়েজিদে রাত্রিযাপনের জন্য যাচ্ছিলেন। পথে চেকপোস্টে তারা ধরা পড়েন।
আজ দুপুরে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম।
বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে, গ্রেপ্তারকৃত উক্ত রাজাকার সদস্যরা গত মাসে রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাসস্ট্যান্ড থেকে তপন চাকমা নামে বককল উপজেলা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে(নার্স) অপহরণ ঘটনার সাথে জড়িত রয়েছে। অপহরণের পর মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে তপন চাকমাকে মুক্তি দেওয়া হয় বলে সূত্রটি জানিয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় একটি বিশেষ স্বার্থান্বেষী মহল এই জুম্ম রাজাকারদের মদদ ও প্রত্যক্ষ সহযোগীতা দিয়ে পার্বত্য চট্টগ্রামে খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড জোরদার করার জন্য অস্ত্রগুলো খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।