খাগড়াছড়ি জেলার প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দীঘিনালায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৩৫ বছর বয়সী এক ব্যক্তি।
আজ বুধবার (২৯ এপ্রিল ২০২০) বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও খাগড়াছড়ি সদর হাসপাতালের ফেসবুক পেজে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
করোনা শনাক্ত ব্যক্তি দীঘিনালা উপজেলার কামুক্ক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। কিছুদিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসেন।
করোনা শনাক্ত হওয়ার আগে তার শরীরে তেমন কোন লক্ষণ ছিল না এবং এখনো তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।