নিজস্ব প্রতিনিধি।। গত ৩০ জানুয়ারি দুর্বৃত্তদের হাতে নিহত ভদন্ত বিশুদ্ধা মহাথেরো হত্যার তদন্ত করতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল আজ বিকালে খাগড়াছড়ি সদরের ধর্মসুখ বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ড. জিনবোধি ভিক্ষু।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহষ্পতিবার (৩ ফেব্রুয়ারী) প্রকাশিত উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় যে, তদন্তকালে তারা স্থানীয় প্রশাসন ও মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন। তাঁরা হত্যার সাথে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে তাদের অনতিবিলম্বে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন তাপস হোড়, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, সজল সেন, পরিমল ধর, নন্দলাল মহাথেরোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সদর উপজেলার ধর্মসুখ বৌদ্ধ বিহারের ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরোকে দুর্বৃত্তদের একটি দল হত্যা করে। তিনি ধর্মসুখ বিহারের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন।