বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর নেতারা এক সমাবেশে ১৯৭২ এর সংবিধান যেভাবে ছিল সেভাবে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তারা আরও বলেন যে, ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে সংবিধানে ধর্মনিরপেক্ষতার অস্তিত্ব থাকতে পারে না।
গত ৭ সেপ্টেম্বর ২০১৯ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের পর একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে, পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদসহ ১৯৭২ সালের প্রথম সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তিনি আরও বলেন, সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে দেশ কখনো ধর্মনিরপেক্ষ থাকতে পারে না।
মি: রানা একটি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং আওয়ামীলীগ সরকারের অঙ্গীকার অনুসারে সংখ্যালঘুদের সুরক্ষার্থে একটি আইন প্রণয়নের জন্য আওয়ামীলীগ সরকারকে আহ্বান জানান। মি: রানা অভিযোগ করে বলেন যে, গত ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দেশের বিভিন্ন অংশে ধর্মীয় সংখ্যালঘুরা হামলা ও দুর্ব্যবহারের শিকার হয়। তিনি সরকারকে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের জ্যেষ্ঠ নেতা মি: নিমচন্দ্র ভৌমিক এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মি: কাজল দেবনাথ, মি: সুব্রত চৌধুরী, মি: বাসুদেব ধর।