নিজস্ব প্রতিনিধি।। রাঙামাটির সাজেক ও বাঘাইছড়ির পৃথক পৃথক স্থানে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএস্সে-এর প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে এবং ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জুন ২০২২) সাজেকের বাঘাইহট ও মাচলঙে এবং বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায় পৃথকভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বাঘাইহাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সাধন চাকমার সভাপতিত্বে ও জীবন ময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় কার্বরী রনেল বিজয় চাকমা ও ইন্দ্র জয় চাকমাসহ এলাকার জনপ্রতিনিধিরা।আর মাচলঙে অনুষ্ঠিত সমাবেশে জ্ঞান শান্তি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন চিরণজীব চাকমা, অমর কার্বারী ও বিজয় কার্বারী প্রমুখ।
অপরদিকে বাঘাইছড়িতে মিছিল পরববর্তী অনুষ্ঠিত সমাবেশে কৃপাধন চাকমার সঞ্চালনায় সন্তুষ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।পৃথকভাবে অনুষ্ঠিত এসব সমাবেশে বক্তরা উদ্বেগ প্রকাশ করে বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত সৃষ্টির লক্ষ্যে পানছড়ি ও দীঘিনালায় জেএসএস-কে লেলিয়ে দিয়ে ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। আর জেএসএস শাসকগোষ্ঠির পাতানো ফাঁদে পা দিয়ে এই সংঘাতে জড়িয়ে পড়ছে। এতে পার্বত্য চট্টগ্রামে আরো ব্যাপক রক্তপাত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
তারা আরো বলেন, ভ্রাতৃঘাতি সংঘাাতে এ পর্যন্ত বহু উদীয়মান নেতা-কর্মীসহ শত শত মানুষকে আমরা হারিয়েছি। আমরা কোনভাবেই আর ভাইয়ে ভাইয়ে সংঘাত চাই না। কারণ সংঘাত জড়িতে কখনো অধিকার আদায় করা যায় না। অধিকার আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
সভায় বক্তারা ইতোপূর্বে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যেকার সমঝোতার শর্ত মেনে চলে নিজ নিজ সাংগঠনিক এলাকায় অবস্থান করে সংঘাত পরিহারের জন্য আহ্বান জানান।