সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রামগড়ে তিন সংগঠনের পথসভা

নিজস্ব প্রতিবেদক।।পূর্ব বাংলায় ছাত্রসমাজ ‘উর্দু’ মানে নি, আমরাও ‘বাঙালি জাতীয়তা’ মানব না” শ্লোগানে সংবিধানে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির রামগড়ে পথসভা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রামগড় উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) সকাল ৮টার সময় অনুষ্ঠিত পথসভায় গণতান্ত্রিক যুব ফোরামের জার্মেন্ট ত্রিপুরা সভাপতিত্বে ও কিরণ ত্রিপুরার সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র রামগড় উপজেলা সমন্বয়ক হ্লাচিং মারমা, পিসিপি’র রামগড় উপজেলা শাখার সভাপতি অসীম চাকমা প্রমুখ। এতে এলাকার জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা বলেন, পৃথিবীতে এক জাতির রাষ্ট্র গঠন সম্ভব নয়, এক জাতির রাষ্ট্র পৃথিবীতে নেই বললে চলে। কিন্তু উগ্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাসের মাধ্যমে এদেশের বাঙালি ভিন্ন অপরাপর জাতিসত্তাসমূহকে অস্বীকার করে জোর জবরদস্তিমূলকভাবে বাংলাদেশকে একক বাঙালি জতির রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ এই বিতির্কত আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য জনপদ আজ রাষ্ট্রের কাছে জিম্মি। পাহাড়িরা নিজ দেশে পরবাসীর মত জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। শাসকগোষ্ঠীর ভ্রাতৃঘাতি সংঘাত নীতি অর্থাৎ জুম্মদের মধ্যে ভাইয়ে ভাইয়ে হানাহানি জিইয়ে রাখার অপচেষ্টা, সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল, পাহাড়ি উচ্ছেদ, নারী নির্যাতন তথা সরকারের সকল অগণতান্ত্রিক, গণবিরোধী ও ফ্যাসিষ্ট কার্যকলাপের বিরুদ্ধে আ্ন্দোলন গড়ে তুলতে ইউপিডিএফ সব সময় গণতান্ত্রিক পন্থাকেই বেছে নিয়েছে। অথচ সরকার বা শাসকগোষ্ঠী সামরিক উপায়ে অর্থাৎ উগ্র ও বর্বর বলপ্রয়োগের মাধ্যমে ইউপিডিএফের এই গণতান্ত্রিক পন্থার আন্দোলনকে ধ্বংস করে দেয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। 

সভায় বক্তারা বলেন, প্রত্যেক জাতিসত্তা নিজ পরিচয়ে, নিজের কৃষ্টি-কালচার নিয়ে বাঁচতে চায়। কিন্তু আওয়ামী সরকার সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে জাতিসত্তাগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। শাসকগোষ্ঠীর উগ্র বাঙালি জাতীয়তাবাদী নীতির কারণে পার্বত্য চট্টগ্রামে নিষ্ঠুরভাবে জাতিগত দমন-পীড়ন চালানো হচ্ছে।

সভা থেকে অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *