সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গুইমারায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।। “বাঙালি জাতীয়তা আরোপ= অশান্ত পার্বত্য চট্টগ্রাম” এই শ্লোগানে বিতর্কিত পঞ্চদশ সংবিধান সংশোধনী আইন বাতিল ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।

আজ ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও নারী সংঘের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র গুইমারা উপজেলা সভাপতি অনিমেষ চাকমা।

তিনি বলেন, দেশে বসবাসরত সংখ্যালঘু জাতিসত্তাগুলোর মতামত উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোরে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে পঞ্চদশ সংবিধান সংশোধনী আইন পাস করে। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ সত্ত্বেও সরকার আজ ১১ বছরেও বিতর্কিত এই পঞ্চদশ সংশোধনী বাতিল করেনি।

তিনি অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল করে সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। একই সাথে তিনি চাপিয়ে দেয়া উগ্র বাঙালি জাতীয়তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *