লংগদুতে ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে নান্যােচরে বিক্ষোভ

নান্যাচর : রাঙামাটির লংগদুতে ইউপিডিএফ সংগঠক পবিত্র চাকমাকে সংস্কারবাদী সন্ত্রাসী কর্তৃক ব্রাশ ফায়ারে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখা।

আজ বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রিয়তন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক গিরি চাকমা ও রহিম চাকমা।

সমাবেশে বক্তারা দিন দুপুরে পবিত্র চাকমাকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সংস্কারবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ইউপিডিএফ’র নেতা-কর্মী সমর্থকদের খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উপরন্তু ইউপিডিএফ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বক্তারা আরো বলেন জনগণ অনেক ধৈর্য্য ধারণ করেছে আর ধৈর্য্য ধারণ করা হবে না। প্রয়োজনে হাজারো পবিত্র চাকমার মত শহীদ হবো তবুও শাসকগোষ্ঠীর লেলিয়ে দেয়া সুবিধাবাদী চক্র রাজাকার সংস্কারবাদী সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে।

উল্লেখ্য যে, গতকাল ২৯ জানুয়ারি দুপুর ১টার সময় লংগদু উপজেলার ভুইয়োছড়ায় সাংগঠনিক কাজে গেলে সংস্কারবাদী জেএসএস-এর ১০-১২জনের একটি সশস্ত্র গ্রুপ পবিত্র চাকমা ওরফে তুষনকে ব্রাশফায়ার করে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *