
নিজস্ব প্রতিবেদক।। রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের গুইছড়ি গ্রাম থেকে সেনা- মুখোশ কর্তৃক ২ জন নারীসহ ৬ জন নিরীহ গ্রামবাসীকে তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল ২০২২) সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলা এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা প্রতিনিধি রকি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা প্রতিনিধি নিশি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা সদস্যা মেঘা চাকমা।
উক্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল ৮ এপ্রিল ভোররাত ৩ টার সময় বন্দুকভাংগার খ্যারিক্ষং ক্যাম্প থেকে এক দল সেনা সদস্য ও ৫/৬ জন মুখোশ সন্ত্রাসী রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের গুইছড়ি নামক গ্রামে হানা দিয়ে ঘর তল্লাশি ও ২ নারীসহ ৬ জন নিরীহ গ্রামবাসীকে তুলে নিয়ে যায়। এর মধ্যে তারা প্রশান্ত তঞ্চঙ্গ্যা নামে এক গ্রামবাসীকে অস্ত্র গুজে দিয়ে আটক দেখালেও বাকীদের এখনো খবর পাওয়া যায়নি।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর নিপীড়ন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, গ্রামের নারীরা নারীরা পর্যন্ত তাদের সন্ত্রাসী থাবা থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘরবাড়ি তল্লাশির নামে হয়রানি, গ্রেফতার করে মিথ্যাভাবে ফাঁসিয়ে জেলখানায় পাঠানো হচ্ছে। ফলে সাধারণ জনগণ আর নিরাপদে বসবাস করতে পারছে না। সেনারা ‘সন্ত্রাসী’ খোঁজার নামে সশস্ত্র মুখোশ সন্ত্রাসীদের সাথে নিয়ে এসে জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে। সাধাণ গ্রামবাসীদের সেনাবাহিনী তাদের প্রমোশনের বলি বানাচ্ছে। তাদের এমন অত্যাচরে জনগণ এখন চরম আতঙ্কে রয়েছে।
সমাবেশ থেকে বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তুলে নিয়ে যাওয়া ৬ গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।