১৫ ফেব্রুয়ারি ২০২১ ইং
প্রেস বিজ্ঞপ্তি
বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক প্রকল্প বাতিলের দাবিতে
ম্রোদের সংগ্রামে সংহতি ও সমর্থন জানিয়েছে তিন সংগঠন
বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে ম্রোদের উচ্ছেদ করে তাঁদের ভোগদখলীয় আনুমানিক এক হাজার (১,০০০) একর জমি সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিতর্কিত সিকদার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আর আর হোাল্ডিংস জোরপূর্বক বেদখল করে পাঁচ তারকা হোটেল নির্মাণ ও বিনোদন পার্ক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ম্রোদের উচ্ছেদ করে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণ বন্ধ করতে জাতিসংঘ ইতোমধ্যে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত হয়েছে এবং ম্রো জনগোষ্ঠী এখনো প্রতিবাদ করে যাচ্ছেন। ভূমি রক্ষার আন্দোলনের ধারাবাহিকতায় সম্প্রতি গত ৭ ফেব্রুয়ারি ২০২১ চিম্বুক হতে বান্দরবান সদর অভিমুখে এক পদযাত্রায় আন্দোলনকারীরা উক্ত বিতর্কিত প্রকল্প বন্ধ করতে সরকারকে দশ (১০) দিনের আল্টিমেটাম দিয়েছেন। আমরা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম ম্রোদের চলমান ন্যায্য আন্দোলনে সংহতি ও সমর্থন ব্যক্ত করছি। এবং ম্রোদের ভূমি রক্ষার আন্দোলন জোরদার করার জন্য বিভিন্ন প্রগতিশীল সংগঠন ও ব্যক্তি বিশেষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বাধীন ও পূর্ব সম্মতি নেয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি।
তিন সংগঠনের পক্ষে
১) বিপুল চাকমা, সভাপতি, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র।
২) অংগ্য মারমা, সভাপতি, গণতান্ত্রিক যুব ফোরাম।
৩) নিরুপা চাকমা, সভাপতি, হিল উইমেন্স ফেডারেশন।
বার্তা প্রেরক
রজেন্টু চাকমা
দপ্তর সম্পাদক