মাটিরাঙ্গায় মহালছড়িতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) সকাল ১০টায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের গুইমারা-মাটিরাঙ্গা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

প্রথমে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ করা হয়।

সমাবেশে জয়ন্ত ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের সংগঠক তানিমং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি রিনা চাকমা। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক ধারাস চাকমা।

বক্তারা বলেন, গত ৫ জুলাই নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতে মহালছড়ির মাইসছড়ির জয়সেন পাড়ায় সেটলার বাঙালিরা সংঘবদ্ধভাাবে পাহাড়িদের গ্রামে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতেই প্রমাণ হয় পাহাড়ে যারা নিরাপত্তার নামে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীই জনগণের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। 

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠী সেটলার বাঙালিদের রেশন সুবিধা ও নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে পাহাড়িদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। যার কারণে সেটলাররা নির্বিঘ্নে পাহাড়িদের উপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভূমি বেদখল করে যাচ্ছে।

বক্তারা ভূমি বেদখল ও সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা মহালছড়িতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযাগকারী সেটলার বাঙালিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *